চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

বাংলাদেশে প্রথম করোনা আক্রান্ত এক রোগীর মৃত্যু

বাংলাদেশে প্রথমবারের মতো করোনা আক্রান্ত একজন রোগীর মৃত্যুর কথা নিশ্চিত করেছে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)।

বুধবার সংবাদ সম্মেলনে আইইডিসিআর এর পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানিয়েছেন।

মৃত্যুবরণ করা ওই রোগীর বয়স ৭০ বছরের বেশি ছিল। তিনি উচ্চ রক্তচাপ, কিডনি এবং ডায়াবেটিকসের রোগে ভুগছিলেন, মৃত্যুর আগে তিনি কোয়ারেন্টাইনে ছিলেন।

ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানিয়েছেন, মারা যাওয়া ব্যক্তি যুক্তরাষ্ট্র প্রবাসীর মাধ্যমে আক্রান্ত হয়েছিলেন। তিনি আক্রান্ত ১০ জনের একজন ছিলেন।

আইইডিসিআরের তথ্যমতে, দেশে আরও চারজন করোনায় আক্রান্ত হয়েছে। মোট আক্রান্ত রোগীর সংখ্যা ১৪ জন এবং এর মধ্যে ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে একজন। আক্রান্তদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের ডায়াবেটিস, হার্টের প্রবলেম আছে।