চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

বাংলাদেশের স্থাপত্যশিল্পের প্রদর্শনী সুইজারল্যান্ডে

‘বেঙ্গল স্ট্রিম: দ্য ভাইব্র্যান্ট আর্কিটেকচার সিন অব বাংলাদেশ’ শিরোনামে বাংলাদেশের স্থাপত্যশিল্পের এক প্রদর্শনী শুরু হচ্ছে সুইজারল্যান্ডের বাসেলে অবস্থিত সুইস আর্কিটেকচার মিউজিয়ামে।

প্রদর্শনীটির আয়োজক যৌথভাবে সুইস আর্কিটেকচার মিউজিয়াম ও বেঙ্গল ইনস্টিটিউট অব আর্কিটেকচার। বুধবার এক সংবাদ সম্মেলনে এমনটিই জানান বেঙ্গল ইনস্টিটিউটের মহাপরিচালক কাজী খালিদ আশরাফ।

এ বছরের ১ ডিসেম্বর থেকে শুরু হয়ে ৬ মে, ২০১৮ অবধি এই প্রদর্শনী চলবে। বাংলাদেশের ত্রিশ স্থপতির স্থাপত্যশিল্পের প্রদর্শন দেখতে পারবে ইউরোপিয়ান দর্শকরা। পরবর্তীতে ইউরোপের অন্যান্য শহরেও এ রকম প্রদর্শনীর আয়োজন করা হবে।

কাজী খালিদ আশরাফের বক্তব্যের অংশ বিশেষ শুনুন:

সুইস আর্কিটেক্ট নিকলাস গার্বার এই প্রদর্শনীর কিউরেটর। তিনি বলেন, বাংলাদেশের শহরে ও গ্রামে সমকালীন স্থাপত্য শিল্পের ছড়িয়ে থাকা উপাদানের সাথে ইউরোপীয়দের পরিচয় করিয়ে দিতেই এই প্রদর্শনী।

নিকলাস গার্বারের বক্তব্যের অংশ বিশেষ শুনুন:

বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের বলেন, আমাদের স্থাপত্যকলা অনন্য। এখন আর বাইরের দেশের স্থপতি এনে আমাদের স্থাপনা নির্মাণের প্রয়োজন নেই। আমাদের স্থপতিরা বিশ্বমানের কাজে পারদর্শী।

আবুল খায়েরের বক্তব্যের অংশ বিশেষ শুনুন: