চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

বাংলাদেশ স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে: অনিন্দ্য ব্যানার্জি

ভারতীয় সহকারী হাইকমিশনার শ্রী অনিন্দ্য ব্যানার্জি বলেছেন, বাংলাদেশে অর্থনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক ক্ষেত্রে অভাবনীয় উন্নতি হয়েছে। বাংলাদেশ স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। বাংলাদেশের মানুষের পরিশ্রমের ফলে এ অর্জন সম্ভব হচ্ছে।

বর্তমানে বাংলাদেশ অর্থনৈতিক ঝুঁকি মোকাবেলা করতেও সক্ষম হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। বুধবার চট্টগ্রাম প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

ভারত ২০১৮ সালে বাংলাদেশিদের জন্য এক লাখ ৮৯ হাজার ভিসা ইস্যু করেছে জানিয়ে তিনি বলেন, চলতি বছর এ সংখ্যা দুই লাখ ছাড়িয়ে যাবে।

চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি আলহাজ্ব আলী আব্বাসের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন চৌধুরী, সিনিয়র সহসভাপতি সালাহউদ্দিন মো. রেজা, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহ-সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, বিএফইউজে’র সাবেক সহ-সভাপতি শহীদ উল আলম, চট্টগ্রাম সাংবাদিক হাউজিং সোসাইটির চেয়ারম্যান স্বপন মল্লিক, প্রথম আলোর যুগ্ম বার্তা সম্পাদক ওমর কায়সার, সাংবাদিক ইউনিয়নের সভাপতি নাজিমুদ্দীন শ্যামল সহ অন্যরা।