চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

বাংলাদেশের বিপক্ষে হোম সিরিজ স্থগিত করেছে আয়ারল্যান্ড

ইংলিশ পরীক্ষার আগে আইরিশদের বিপক্ষে নামবে ভারত

টি-টুয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে দুই ম্যাচের সংক্ষিপ্ত সফরে জুনে আয়ারল্যান্ডে যাবে ভারত। পরে নিউজিল্যান্ড, আফগানিস্তান ও সাউথ আফ্রিকার মতো দলগুলো সফর করবে আইরিশ মাটিতে। ২০২৩ সালে ঘরের মাটিতে বাংলাদেশের বিপক্ষে থাকা সিরিজটির আয়োজন অবশ্য স্থগিত করেছে দেশটি।

‘টি-টুয়েন্টি বিশ্বকাপের আগে ম্যাচগুলো আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। ব্যস্ত ক্রিকেট সূচির কারণে এপ্রিলে জিম্বাবুয়ের বিপক্ষে পূর্বপরিকল্পিত সফর ও ২০২৩ সালে ঘরের মাটিতে বাংলাদেশের বিপক্ষে হোম সিরিজ স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি আমরা।’ জানান ক্রিকেট আয়ারল্যান্ডের প্রধান নির্বাহী ওয়ারেন ডিউট্রম।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

বছরের শেষদিকে অস্ট্রেলিয়া বিশ্বকাপে নামার আগে জুলাইয়ে সাদা বলের ক্রিকেট খেলতে ইংল্যান্ড সফর করবে ভারত। ইংলিশদের বিপক্ষে কঠিন পরীক্ষায় বসার আগে আইরিশদের বিপক্ষে দুটি টি-টুয়েন্টি খেলে নিজেদের ঝালিয়ে নেবে রোহিত শর্মার দেশ।

আসছে ২৬ ও ২৮ জুন ম্যালাহাইডে আইরিশদের বিপক্ষে নামার কথা ভারতের। ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে আয়ারল্যান্ডে পরীক্ষা-নিরীক্ষার দল পাঠাবে বিসিসিআই। অধিনায়ক রোহিত শর্মা, বিরাট কোহলি, রিশভ পান্ট, জাসপ্রিত বুমরাহর মতো তারকাদের রাখা হবে বিশ্রামে। ইংলিশদের বিপক্ষে অবশ্য পূর্ণশক্তির দলই নামবে রোহিতের নেতৃত্বে, ৭ জুলাই থেকে।

ক্রিকেট আয়ারল্যান্ড তাদের বার্ষিক ক্রিকেট পরিকল্পনায় খবরে এসব জানিয়েছে। ভারত সফরের পরপরই ব্যস্ত সময় পার করবে আইরিশ দল।

‘আমরা আয়ারল্যান্ডে সর্বকালের সবচেয়ে বড় হোম সিরিজ নিয়ে বেশ আশাবাদী। ২০১৮ সালের পর ফের ভারতীয় ক্রিকেট দলকে স্বাগত জানাতে প্রস্তুত। সেই সাথে ব্ল্যাক ক্যাপস ওয়ানডে দল ও প্রোটিয়া টেস্ট দলকেও আমাদের ধন্যবাদ।’