চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা

বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের সিরিজের জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। দিমুথ করুনারত্নেকে অধিনায়ক করে ঘোষিত দলে ফিরেছেন অভিজ্ঞ ক্রিকেটার অ্যাঞ্জেলো ম্যাথিউস। পারিবারিক কারণে এ অলরাউন্ডার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ খেলেননি।

করোনামুক্ত হয়ে দলে ফিরেছেন লাহিরু কুমারা। স্কোয়াডে নতুন মুখ বাঁহাতি স্পিনার প্রভিন জয়াবিক্রমা।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

প্রাথমিক দলের ২১ ক্রিকেটারকে নিয়ে শ্রীলঙ্কা সফরে গেছে বাংলাদেশ। মূল দল এখনো ঘোষণা করেনি বিসিবি।

২১ এপ্রিল ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। একই মাঠে দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু ২৯ এপ্রিল। দুটি ম্যাচই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

টেস্ট সিরিজ শুরুর আগে বাংলাদেশ দল শ্রীলঙ্কার কলম্বোতে ক্যাম্প করছে। রোববার নিজেদের মধ্যে দুই দিনের প্রস্তুতি ম্যাচ শেষ করেছে মুমিনুল হকের দল। সোমবার কলম্বো ছেড়ে ক্যান্ডি চলে যাবে সফরকারীরা।

শ্রীলঙ্কা দল: দিমুথ করুনারত্নে (অধিনায়ক), লাহিরু থিরিমান্নে, দিনেশ চান্দিমাল, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দিলশান মধুশঙ্কা, প্রবীণ জয়াউইক্রমা, পাথুম নিশাঙ্কা, ওশাদা ফার্নান্দো, অ্যাঞ্জেলো ম্যাথিউস, নিরোশান ডিকওয়েলা, রমেশ মেন্ডিস, বিশ্ব ফার্নান্দো, সুরঙ্গা লাকমল, রোশান সিলভা, ধনঞ্জয়া ডি সিলভা, লাহিরু কুমারা, আসিথা ফার্নান্দো।