চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

বাংলাদেশের নতুন বোলিং কোচ ল্যাঙ্গাভেল্ট

বাংলাদেশের পেস বোলিং কোচ হিসেবে কোর্টনি ওয়ালশের স্থলাভিষিক্ত হচ্ছেন চার্লস ল্যাঙ্গাভেল্ট। সাউথ আফ্রিকান সাবেক এই পেসারের নিজ দেশ ছাড়াও আফগানিস্তানের হয়ে কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে।

শনিবার বিসিবির কার্যনির্বাহী সভায় চার্লস ল্যাঙ্গাভেল্টকে বোলিং কোচ করার সিদ্ধান্ত চূড়ান্ত হয়। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানান, ২০২০ সালের টি-টুয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত ল্যাঙ্গাভেল্ট কাজ করবেন বাংলাদেশ দলের সঙ্গে।

৪৪ বছরের ল্যাঙ্গাভেল্ট প্রোটিয়াদের হয়ে সাতটি টেস্ট ও ৭২টি ওয়ানডে খেলেছেন। টেস্টে উইকেট নিয়েছেন ১৬টি; ওয়ানডেতে ১০০টি।

২০১৯ বিশ্বকাপ পর্যন্ত বিসিবির সঙ্গে চুক্তি ছিল পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশের। তার সঙ্গে চুক্তি না বাড়ানোর সিদ্ধান্ত নেয় বোর্ড। বিশ্বকাপের পরই শেষ হয়ে যায় বাংলাদেশের ওয়ালশ অধ্যায়।