চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

বাংলাদেশের দারুণ বোলিং, মেহেদীর জোড়া সাফল্য

অসাধারণ বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজকে চাপে রেখেছে বাংলাদেশ। পাওয়ার প্লে’র ৬ ওভারে ক্যারিবীয়রা তুলতে পেরেছে মাত্র ২৮ রান। হারায় দুই ওপেনার এভিন লুইস ও ক্রিস গেইলের উইকেট। পরে হেটমায়ারকেও আউট করেছেন মেহেদী।

ইনিংসের তৃতীয় ওভারের শেষ বলে লুইসকে আউট করে ব্রেক থ্রু এনে দেন মোস্তাফিজুর রহমান। ৯ বলে ৬ রান করা ওপেনার ক্যাচ দেন মুশফিকুর রহিমের হাতে।

পঞ্চম ওভারে মেহেদী বোল্ড করেন গেইলকে। মারকুটে বাঁহাতি ওপেনার আজও ছিলেন নিষ্প্রভ। ১০ বলে ৪ রান করে হতাশা নিয়ে মাঠ ছাড়েন। পরে শিমরন হেটমায়ার (৯) সৌম্যর ক্যাচ বানান মেহেদী।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১২ ওভারে ৩ উইকেটে ৬১ রান তুলেছে উইন্ডিজ।

রোস্টন চেজ ২৬ ও কাইরেন পোলার্ড ৭ রানে ব্যাট করছেন। শারজার মাঠ ছোট হলেও উইকেটে খুব স্বচ্ছন্দে নেই উইন্ডিজ ব্যাটাররা। বিধ্বংসী ব্যাটিং লাইনআপ নিয়েও ধুঁকছে তারা।

পরিসংখ্যান বলছে, পরে ব্যাট করা দলে জয়ের পাল্লা ভারী এই মাঠে। মাহমুদউল্লাহ রিয়াদের দলও বেছে নিয়েছে আগে বোলিং।