চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

বাংলাদেশি পাসপোর্ট ব্যবহারকারী রোহিঙ্গাদের বিরুদ্ধে অচিরেই ব্যবস্থা: পররাষ্ট্রমন্ত্রী

যেসব রোহিঙ্গা বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে অন্যান্য দেশে অবস্থান করছে, তাদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড.এ কে আব্দুল মোমেন।

শুক্রবার সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে অনুদান প্রদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান।

মন্ত্রী বলেন: দূতাবাসের কিছু অসাধু ব্যক্তি রোহিঙ্গাদের পাসপোর্ট প্রদানে সাহায্য করছে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিচ্ছে সরকার। দুর্নীতির বিরুদ্ধে সরকার জিরো টলারেন্সে রয়েছে। তাই অসাধু কোন কর্মকর্তাকে ছাড় দেয়া হবে না।

মন্ত্রী সকালে সিলেট সদর উপজেলার ৬০টি পরিবারকে  ১০হাজার টাকা, ২০টি প্রতিষ্ঠানকে ২০হাজার টাকা করে দেন এবং ৭১টি পরিবারকে ১বান্ডেল টিন ও ৩হাজার টাকা করে প্রদান করেন।