চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

বাংলাদেশিদের সোনা জেতার কৌশল শেখাবে চীন

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) অ্যাথলেট ও প্রশিক্ষকদের ‘সোনা জেতানোর কৌশল’ শেখাবে চীনের ঐতিহ্যবাহী শেনইয়াং ক্রীড়া বিশ্ববিদ্যালয়। ক্রীড়া বিশ্ববিদ্যালয়টির সঙ্গে তিন বছরের একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিকেএসপি।

বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ সামছুর রহমান এবং শেনইয়াং ক্রীড়া বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট লিউ ঝিং নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে সই করেন। এর ফলে বিকেএসপির হাই পারফরম্যান্স ট্রেনিংয়ের জন্য নির্বাচিত অ্যাথলেট ও প্রশিক্ষকরা উচ্চতর প্রশিক্ষণের সুযোগ পাবেন।

এ ব্যাপারে বিকেএসপির মহাপরিচালক বলেন, ‘এ সমঝোতায় বিশেষজ্ঞ বিনিময়ের মাধ্যমে ক্রীড়াবিজ্ঞান বিভাগকে যুগোপযোগী করার সুযোগ রাখা হয়েছে। শেনইয়াং এর এক্সপার্টরা বিকেএসপিতে এসেও কোচ ও অ্যাথলেটদের প্রশিক্ষণ দিতে পারবেন। শেনইয়াং বিশ্ববিদ্যালয় থেকে বেশিরভাগ অ্যাথলেটই অলিম্পিকে সোনা জেতে। কীভাবে ওরা এত সাফল্য পায়, সেই অভিজ্ঞতা জেনে বিকেএসপির শিক্ষার্থীরাও সেটি কাজে লাগাতে পারবে।’

সুযোগ-সুবিধা ও সাফল্যে শেনইয়াং আদর্শ একটি প্রতিষ্ঠান। এ পর্যন্ত শেনইয়াং একাডেমির প্রশিক্ষণার্থীরা অলিম্পিকে ১০৩টি স্বর্ণপদকসহ মোট ৩৬৪টি পদক উপহার দিয়েছেন চীনকে। এ চুক্তির মাধ্যমে বিকেএসপি বেশি লাভবান হবে বলে মনে করে বাংলাদেশ থেকে চীনের একাডেমি পরিদর্শনে যাওয়া প্রতিনিধি দল।