চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

বাংলাদেশকে পথে রাখতে ত্রাতা মিরাজ

চন্দরপল হেমরাজকে ফিরিয়ে ওয়েস্ট ইন্ডিজকে শুরুতেই ধাক্কা দিয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। সিলেটের উইকেট বুঝে সেই ধাক্কা কাটিয়ে ভালোই ব্যাট চালাচ্ছিল ক্যারিবীয়রা। দ্বিতীয় স্পেলে ফিরে আবারও প্রতিরোধ ভাঙেন মিরাজই।

ওয়েস্ট ইন্ডিজ-৬৯/২ (১৭)

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শুক্রবার টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। কাপ্তানের সিদ্ধান্ত সঠিক প্রমাণিত করতে ইনিংসের চতুর্থ ওভারেই ওপেনার হেমরাজকে (৯) পয়েন্টে মোহাম্মদ মিঠুনের ক্যাচে পরিণত করেন মিরাজ। ক্যারিবীয়দের সংগ্রহ তখন ১৫।

দ্বিতীয় উইকেট জুটিতে ড্যারেন ব্রাভোকে নিয়ে সাবধানে এগোচ্ছিলেন দ্বিতীয় ম্যাচের সেঞ্চুরিয়ান শাই হোপ। দলকে পার করিয়ে দেন অর্ধশতকের বৈতরণীও। এই জুটিতে আসে ৪২। আরও বিপদ বাড়ানোর আগেই ত্রাতা হয়ে আসেন মিরাজ।

ইনিংসের চতুর্দশ ওভারে দ্বিতীয় স্পেলে বল করতে এসে ১০ রান করা ব্রাভোর লেগস্টাম্প উপরে দেন মিরাজ। ক্যারিবীয়দের সংগ্রহ তখন ৫৭।

একাদশে দুই পরিবর্তন নিয়ে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের ওয়ানডে অভিষেকে নেমেছে বাংলাদেশ। টস করতে নেমে দারুণ একটি অর্জনে নাম লিখিয়েছেন মাশরাফীও। সিরিজের প্রথম ম্যাচে প্রথম বাংলাদেশি হিসেবে ২০০তম ওয়ানডে খেলে ফেলা টাইগার অধিনায়ক এবার বাংলাদেশের জার্সিতে ২০০তম ওয়ানডে খেলতে নামলেন। তার ক্যারিয়ারে মোট ওয়ানডে সংখ্যা যদিও ২০২টি, এর মাঝে দুটি ওয়ানডে তিনি এশিয়া একাদশের হয়ে খেলেছেন। সেইসঙ্গে হাবিবুল বাশারকে টপকে লাল-সবুজদের সবচেয়ে বেশিবার ওয়ানডে (৭০ ম্যাচ) নেতৃত্ব দেয়ার রেকর্ড গড়েছেন মাশরাফী।

বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল, লিটন দান, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মাশরাফী বিন মোর্ত্তজা, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন মোস্তাফিজুর রহমান।