চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

বাংলাদেশকে জেতাতে পারলেন না রুমানা

রুমানা আহমেদের ৭০ রানের লড়াকু ইনিংসের পরেও পাকিস্তানের নারী ক্রিকেট দলের বিপক্ষে দুই ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে পরাজয়ই বরণ করে নিতে হলো বাংলাদেশ নারী দলের। জয়ের সম্ভাবনা জাগিয়েও ২০ রানের হার মেনে নিতে হয় বাংলাদেশকে।

পাকিস্তানের ২১৪ রানের জবাবে বাংলাদেশ ৯ উইকেট হারিয়ে ১৯৪ রান সংগ্রহ করে।

প্রথমে ব্যাট করতে নেমে বিসমাহ মারুফের ৯২ রানের দুদার্ন্ত ইনিংসের সুবাদে ৪৯.৫ বলে সবকটি উইকেট হারিয়ে পাকিস্তান ২১৪ রান সংগ্রহ করে। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ তিন উইকেট শিকার করেন সালমা খাতুন।

২১৫ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ধারাবাহিক উইকেট পতনে দলীয় ৬০ রানের মাথায় তিন উইকেট হারায় বাংলাদেশ। চারটি চারের মারে রুমানার ৯৭ বলে ৭০ রানের ইনিংসটিও দলকে জেতাতে ব্যর্থ হয়।

শেষ তিন ওভারে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিলো ৩২ রান। তবে নির্ধারিত ৫০ ওভার খেলা শেষে ১৯৪ রান করে বাংলাদেশ।

বাংলাদেশ নারী ক্রিকেট দলের পাকিস্তান সফরে এর আগে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানের বিপক্ষে ২-০ ব্যবধানে হারে বাংলাদেশ।