চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

বলে লাথি না মেরে ‘বর্ণবৈষম্য’র প্রতিবাদ

ডাচ লিগের শীর্ষ দল আয়াক্সের মাঠে খেলতে এসেছিল হেরাক্লেস। ম্যাচ শুরুর বাঁশি বাজালেন রেফারি। কিন্তু বলে লাথি দিলেন না দুই ক্লাবের কোনো ফুটবলারই! খেলা বন্ধ থাকল পুরো ১ মিনিট।

অভিনব উপায়ে শনিবার এভাবেই বর্ণবৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে আয়াক্স ও হেরাক্লেসের খেলোয়াড়রা। প্রতিবাদের এক পর্যায়ে ম্যাচ অফিসিয়ালসহ মাঠের দর্শকরাও সায় দিয়েছেন।

গত রোববার ডাচ দ্বিতীয় বিভাগের ম্যাচে এক্সসেলসর ফুটবলার আহমেদ মেন্ডেস মোরেইরার সঙ্গে বৈষম্যমূলক আচরণ করে ডেন বস্কের সমর্থকরা। তারই প্রতিবাদে শুক্রবার ফোলেনডামের বিপক্ষে ম্যাচে প্রথম একমিনিট বলে লাথি দেননি এক্সসেলসর ফুটবলাররা।

একইভাবে প্রতিবাদ জানানোর সিদ্ধান্ত নেন আয়াক্স ও হেরাক্লেসের খেলোয়াড়রাও। খেলা শুরুর আগে দুই ক্লাবের সমঝোতা হয় বলে লাথি না মারার। পাশে পেয়েছেন অফিসিয়ালদেরও।

প্রতিবাদের ঝড় আসলে আছড়ে পড়েছে পুরো নেদারল্যান্ডস জুড়েই। জাতীয় দলে খেলা দুই ফুটবলার মেম্ফিস ডেপাই ও জর্জিনো উইনালডাম পাশে দাঁড়িয়েছেন আহমেদ মেন্ডেস মোরেইরার।