চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

বর্মি সেনাপ্রধানের ওপর মার্কিন অবরোধ

রোহিঙ্গা নির্যাতন গণহত্যায় জড়িত

রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর নির্যাতন এবং গণহত্যা চালানোর দায়ে মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাইং, উপ-সেনাপ্রধান সো উইনসহ অন্যান্য সামরিক নেতাদের বিরুদ্ধে অবরোধ আরোপ করেছে ট্রাম্প প্রশাসন।

অবরোধের অংশ হিসেবে হ্লাইং, উইন, আরও দু’জন সিনিয়র সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল থান উ ও অং অং এবং তাদের পরিবারের সদস্যদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

মঙ্গলবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এক বিবৃতিতে এ কথা জানান।

রাখাইনে রোহিঙ্গাদের ওপর নির্যাতন এবং মানবাধিকার লঙ্ঘনে দোষীদের বিরুদ্ধে মিয়ানমার সরকার কোনো পদক্ষেপ না নেয়ায় উদ্বেগ জানান তিনি। বলেন, ২০১৭ সালে রোহিঙ্গা নিধনের ঘটনা মিয়ানমারের সামরিক বাহিনী ও এর সিনিয়র পর্যায়ের নেতৃত্বের জবাবদিহিতার চরম পর্যায়ের অভাব।