চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবারও সড়ক অবরোধ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের গ্রেপ্তারসহ তিন দাবিতে পটুয়াখালী-কুয়াকাটা সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। সকাল সাড়ে নয়টা থেকে সড়ক অবরোধ করে তারা।

তাদের বক্তব্য, হামলাকারী মূল নেতাদের মামলায় অন্তর্ভুক্ত এবং গ্রেপ্তার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

কোতয়ালি মডেল থানা পুলিশ শুক্রবার রাতে ২ পরিবহন শ্রমিককে গ্রেপ্তার করলেও তাতে সন্তুষ্ট নয় শিক্ষার্থীরা। অবরোধ প্রত্যাহারের জন্য প্রক্টর ড. সুব্রত কুমার দাস শিক্ষার্থীদের সাথে আলোচনা করেছেন।

শিক্ষার্থীদের এই সড়ক অবরোধের ফলে ঢাকা-পটুয়াখালী রুটে যাত্রীদের ভোগান্তি বেড়েছে। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন কুয়াকাটাগামী পর্যটকরা।

তাছাড়া শ্রমিক গ্রেপ্তারের ঘটনায় উত্তেজনা দেখা দিয়েছে রুপাতলী বাস টার্মিনাল এলাকায়। বরিশাল-পটুয়াখালী বাস মিনিবাস মালিক সমিতি জানিয়েছে, পরিবহন শ্রমিক গ্রেপ্তারের ঘটনায় বিক্ষুব্ধ শ্রমিকরা রাস্তায় নেমেছেন। গ্রেপ্তার হওয়া দুই শ্রমিককে নিঃশর্ত মুক্তি না দেওয়া পর্যন্ত তারা রাস্তায় থাকবেন। এই ঘটনায় বরিশালে ১৭ রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।

গত ১৬ ফেব্রুয়ারি বরিশাল বিআরটিসি বাস কাউন্টারে দুই শিক্ষার্থীর সাথে শ্রমিকদের কথা কাটাকাটির এক পর্যায়ে এক শিক্ষার্থীকে ছুরিকাঘাত করে এক শ্রমিক।