চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

বরিশালে ফুলের সরণি

চলতি পথে রঙিন ফুলেল আবহ পেতে বরিশাল-ভোলা মহাসড়কে ফুল সরণি বিনির্মাণ করছে বরিশাল জেলা প্রশাসন। এজন্য তিন হাজারের বেশি কৃষ্ণচূড়া, সোনালু ও জারুল চারা রোপন করা হচ্ছে। পরিবেশবান্ধব এই সামাজিক আন্দোলনে অংশ নিচ্ছেন এলাকাবাসীও।

ফুল সরণি বিনির্মাণের এই কর্মসূচি শুরু হয় তিনমাস আগে। চিন্তা করা হয় বরিশাল-ভোলা মহাসড়কের এই ৬ কিলোমিটার অংশে তিনটি ভাগে কৃষ্ণচূড়া, সোনালু ও জারুল রোপণ করার। প্রতি ১০০ মিটারের জন্য ৫০ জন করে দল তৈরি করা হয়।

জেলা প্রশাসনের উদ্যোগে বরিশাল বিশ্ববিদ্যালয় মোড়ে শনিবার সকালে জড়ো হন বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। সবার হাতে গাছের চারা। এসব গাছের বেড়ে ওঠা ও সংরক্ষণের জন্য এলাকাবাসীকে আন্তরিকভাবে এগিয়ে আসার আহ্বান জানান প্রশাসনের কর্মকর্তারা।

কয়েক বছরেই এসব কৃষ্ণচূড়ার লাল, সোনালুর হলুদ, আর জারুলের বেগুনী রঙের ফুল পথচারীদের মুগ্ধ করবে বলে মনে করছেন উদ্যোক্তরা।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে: