চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

বরিশালের ১৯৪ রান তাড়া করে সিলেটের জয়

তীব্র শীতের রাতে চার-ছক্কার ঝড় দেখা গেল মিরপুরে। ব্যাট হাতে উত্তাপ ছড়ালেন কম-বেশি সবাই। ফরচুন বরিশালের ১৯৪ রানের সংগ্রহও যথেষ্ট হলো না। বড় লক্ষ্য ১ ওভার হাতে রেখেই টপকে গেছে সিলেট স্ট্রাইকার্স। সাকিব-মিরাজদের বরিশালকে হারিয়ে বিপিএলে টানা দ্বিতীয় জয় মাশরাফীর দলের।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে শনিবার রাতের ম্যাচে বরিশালকে ৬ উইকেটে হারায় সিলেট। বিপিএলে সর্বোচ্চ রান তাড়ায় এটি তৃতীয়।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

কুয়াশায় জমা মাঠের শিশির বেশ ভুগিয়েছে বরিশালকে। মিস ফিল্ডিংয়ে বেশ কয়েকটি চার তো হয়েছেই, বল ভিজে যাওয়ায় সহজ ক্যাচও পড়েছে অনেকগুলো। তাতে জয় পাওয়া সহজ হয় সিলেটের।

সম্প্রতি জাতীয় দলের হয়ে টেস্ট অভিষেক হওয়া জাকির হাসান ও অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম ঝড়ো ইনিংস খেলে পার্থক্য গড়ে দেন ম্যাচে। ১৮ বলে ৪৩ রান করেন জাকির। ১১ বলে ২৩ রানে অপরাজিত থাকেন মুশফিক। শেষে থিসারা পেরেরা ছিলেন আগ্রাসী। ৯ বলে ২০ রানে অপরাজিত থাকেন, খেলেন উইনিং শট।

তৌহিদ হৃদয় ও জাকির হাসানের অবদানও কম নয়। ইনিংসের দ্বিতীয় বলেই কলিন অ্যাকারম্যান (১) আউট হন। সেখান থেকে শান্ত ও হৃদয় ১০১ রানের জুটি গড়েন। ৪০ বলে ৪৮ রান করে নিজের ভুলে রান আউট হন শান্ত। ৩৪ বলে ৫৫ রানের দারুণ ইনিংস খেলে আউট হন হৃদয়।

পরে ঝড় তোলেন জাকির। মুশফিকও বাউন্ডারির পসরা সাজান।  ছক্কা মেরে ম্যাচ শেষ করেন পেরেরা।

বরিশালের চতুরাঙা ডি সিলভা ও করিম জানাত একটি করে উইকেট নেন। সবচেয়ে খরুচে ছিলেন ইবাদত হোসেন। এ পেসার ২ ওভারে দেন ৩০ রান।

টস জিতে ব্যাট করতে নেমে সাকিব আল হাসানের ঝোড়ো ব্যাটিংয়ে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৯৪ রান জমা করে বরিশাল। সাকিবের অবদান ৩২ বলে ৬৭ রান।

বোলিংয়ে খরুচে থাকলেও ৪৮ রানের বিনিময়ে সাকিব, ইফতেখার ও এনামুলকে ফিরিয়েছেন মাশরাফী।

শুরু থেকেই হাত খুলে খেলেন সিলেটের দুই ওপেনার এনামুল হক বিজয় ও চতুরাঙা ডি সিলভা। পাওয়ার প্লেতে অবিছিন্ন থেকে আনেন ৫৪ রান। দলীয় ৬৭ রানে ব্যক্তিগত ২৯ রান করে ফেরেন এনামুল।

বিজয় ফেরার পর তিনে নেমে ইফতেখার আহমেদ বেশি সময় থাকতে পারেননি। এরপর ১৯ ওভার পর্যন্ত সিলেটের বোলারদের উপর তাণ্ডব চালান সাকিব। চারটি ছক্কা ও সাতটি চারে ৩২ বলে আনেন ৬৭ রান। বরিশালের বড় সংগ্রহের পথে ২৫ বলে ৩৬ রানের অবদান রাখেন ওপেনার সিলভা।

শেষদিকে করিম জানাতেদর ১২ বলের ১৭ রানের ইনিংসে দুইশ ছুঁইছুঁই রান জমা করে মেহেদী মিরাজের দল। বল হাতে মাশরাফী বাদে সিলেটের কেউ তেমন উজ্জ্বল ছিলেন না। একটি করে উইকেট নিয়েছেন রেজা, ওয়াসিম ও থিসারা পেরেরা। পাকিস্তানের পেসার মোহাম্মদ আমির ৪ ওভারে ৩১ রান দিলেও কোনো উইকেট পাননি।