চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

বরফ গললো, অর্ধযুগ পর ফ্রান্স দলে বেনজেমা

ক্রিস্টিয়ানো রোনালদো পরবর্তী রিয়াল মাদ্রিদকে বলতে গেলে একাই টেনেছেন। বছরের পর বছর ছিলেন ফর্মের তুঙ্গে। কিন্তু জাতীয় দলে থেকেছেন উপেক্ষিত। অবশেষে বরফ গলে সেই দরজা খুলেছে করিম বেনজেমার জন্য। ইউরোর জন্য তাকে স্কোয়াডে ডেকে নিয়েছেন কোচ দিদিয়ের দেশম।

জাতীয় দলের সাবেক সতীর্থ ম্যাথু ভালবুয়েনার সেক্সটেপ কেলেঙ্কারির সঙ্গে নাম জড়ানোর পর ফ্রান্স দলের রাস্তা বন্ধ হয়ে গিয়েছিল বেনজেমার। সেটি ২০১৫ সালের কথা। পরে ফ্রান্স একটা বিশ্বকাপও জিতেছে। সেসব অতীতে রেখে ইউরোর জন্য ২৬ সদস্যের প্রাথমিক দলে ৩৩ বছর বয়সী মাদ্রিদ স্ট্রাইকারকে ডেকে নিয়েছেন দেশম।

আসছে মাসে মাঠে গড়ানোর সূচি ইউরোর। করোনার কারণে একবছর পিছিয়ে বসছে ইউরোপ সেরার আসরটি। ১১ জুন পর্দা উঠে শিরোপাযুদ্ধ চলবে ১১ জুলাই পর্যন্ত।

বেনজেমা ফ্রান্সের হয়ে ৮১ ম্যাচে ২৭ গোল করেছেন। চলতি মৌসুমে রিয়াল জার্সিতে সবধরনের প্রতিযোগিতা মিলিয়ে ২৯টি গোল এসেছে তার থেকে। ইউরোয় ‘এফ’ গ্রুপে জার্মানি, হাঙ্গেরি, পর্তুগালের সঙ্গে আছে ফ্রান্স।