চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

বরগুনায় ডায়রিয়ার প্রকোপ

বরগুনা জেলার জেলা সদর পাথরঘাটা, বামনা, বেতাগী, আমতলী ও তালতলী এলাকার বিভিন্ন
গ্রামে হঠাৎ করেই বেড়ে গেছে ডায়রিয়ার প্রকোপ। এক সপ্তাহে এসব  জেলার সরকারি চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা নিয়েছেন প্রায়
৩শ’ ১০ জন ডায়রিয়া রোগী। ভর্তি রয়েছেন আরো ১৫৭ জন।

বরগুনা
জেনারেল হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে রোগীদের স্থান না হওয়ায় মেঝে, বারান্দা এবং সিঁড়িতে
দেয়া হচ্ছে চিকিৎসা। সংকট দেখা দিয়েছে আইভি স্যালাইনের।

তবে
হাসপাতালের সংকটের অভিযোগও করছেন ভুক্তভোগী রোগীরা। তারা বলেন, সরকারি হাসপাতাল হওয়া
সত্ত্বেও বাইরে থেকে আমাদের ওষুধ কিনতে হচ্ছে। এছাড়াও রয়েছে হাসপাতালের স্বজনপ্রীতির
অভিযোগ।   

হাসপাতালে
প্রতিদিন গড়ে ২৫ থেকে ৩০ জন ডায়রিয়া রোগী ভর্তি হচ্ছে নতুন করে।তাদের পর্যাপ্ত চিকিৎসা
দিতে হিমশিম খেতে হচ্ছে বলে জানান বরগুনা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার
ডা. মো. কামরুল ইসলাম। 

হাসপাতালের
অভিযোগ সর্ম্পকে বরগুনার ভারপ্রাপ্ত সিভিল সার্জন, ডা. মো. ইউনুস আলী জানান, হঠাৎ করে
ডায়রিয়া বেড়ে যাওয়ায় স্যালাইনের বেশি ব্যবস্থা না থাকায় রোগীদের বাইরে থেকে কিনতে হচ্ছে।এছাড়া
হাসপাতালে অন্য কোনো সমস্যা নেই বলেও জানান তিনি।