চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

বন্য হাতির আক্রমণে পাহাড়ি কৃষকের মৃত্যু

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ী ইউনিয়নে বন্য হাতির আক্রমণে মাছাউ মার্মা (৫২) নামে এক পাহাড়ি কৃষকের মৃত্যু হয়েছে।

রোববার ভোরে এ ঘটনা ঘটে। নিহত মাছাউ মার্মা সোনাইছড়ী ইউনিয়নের ৫নং ওয়ার্ড হেডম্যান পাড়ার বাসিন্দা।

সোনাইছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহান মার্মা জানান, রোববার ভোর রাতে প্রতিদিনের ন্যায় নিজ খামার বাড়িতে যাওয়ার পথে হেডম্যান পাড়ার দক্ষিণে বিলের মাঝে  মাছাউ মার্মা বন্য হাতির আক্রমণের শিকার হয়।

‘ওই পথে প্রতিনিয়ত বন্য হাতির বিচরণ রয়েছে। সকালে লোকজন কাজে যাওয়ার সময় নিহতের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন জানান, নিহতের লাশ উদ্ধার করে সোনাইছড়ি পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়েছে।

তিনি জানান: বন্য হাতির আক্রমণের শিকার হয়ে মাছাউ মার্মা মৃত্যু বরণ করায় এবং আত্মীয়-স্বজনদের কোনো অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।