চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

বন্যায় ভারত ও মিয়ানমারে ৮৭ জনের মৃত্যু

টানা বৃষ্টি ও ভূমিধসে দক্ষিণ-পূর্ব এশিয়ায় প্রাণহানী বেড়েই চলেছে। ভারত ও মিয়ানমারে এ পর্যন্ত কমপক্ষে ৮৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

বন্যা আর মৌসুমী বৃষ্টিপাতের পাশাপাশি সাইক্লোন কোমেন-এর অতিরিক্ত বৃষ্টি ও ঝড়ো হাওয়ার ফলে পরিস্থিতির আরও অবনতি হয়েছে।

ভারতের বন্যা কবলিত এলাকাগুলোতে মৃতের সংখ্যা ৬০ ছাড়িয়েছে। বাংলাদেশ থেকে নিম্নচাপ ভারতের পশ্চিমবঙ্গে সরে যাওয়ায় ওড়িষ্যা, মনিপুর ও পুরো বঙ্গ অঞ্চলে চলছে প্রবল বৃষ্টিপাত।

তীব্র বৃষ্টিপাতের পাশাপাশি পশ্চিমবঙ্গ, ঝাঁড়খণ্ড ও ওড়িষ্যায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ বিপদসীমায় মধ্যে থাকার কারণে উত্তরবঙ্গে সফর বাতিল করেছেন পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।

প্রবল বন্যা ভারি মৌসুমী বৃষ্টিপাতের কারণে মিয়ানমারের পশ্চিমাঞ্চলের ৪টি এলাকাকে দুর্যোগ কবলিত এলাকা বলে ঘোষণা করা হয়েছে।

বন্যা ও ভূমিধসে দেশটিতে ২৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে উদ্ধারকারী দল সব এলাকায় পৌঁছাতে না পারায় এ সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘ।

এছাড়াও বন্যা ও ভূমিধসে নেপালের পশ্চিমে ৩০ জন এবং ভিয়েতনামে বন্যায় ১৭ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে।