চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

বদ্বীপ পরিকল্পনা বাস্তবায়নে দরকার স্বচ্ছতা ও জাতীয় পরিকল্পনা

সরকার প্রস্তাবিত বদ্বীপ পরিকল্পনা ২১শ’ সঠিক বাস্তবায়নে স্বচ্ছতা ও জাতীয় পরিকল্পনার সাথে সঙ্গতি রাখা জরুরি বলে মত বিশেষজ্ঞদের। বদ্বীপ পরিকল্পনা ও বাংলাদেশের স্থায়িত্বশীল উন্নয়ন বিষয়ে সম্মেলনে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, সঠিকভাবেই কাজ চলছে।

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি বিবেচনায় বাংলাদেশের পানি ও ভূসম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে বদ্বীপ পরিকল্পনা ২১শ’ নেয়া হয়েছে। শত বছরের এ মহাপরিকল্পনা নিয়ে সাধারণ মানুষ, বিশেষজ্ঞ এবং পরিবেশবাদীদের নিয়ে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনাতয়নে দু’দিনের সম্মেলন আয়োজন করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও বাংলাদেশ পরিবেশ নেটওয়ার্ক (বেন)।

নেদারল্যান্ডসের বদ্বীপ পরিকল্পনার আলোকে পরিকল্পনাটি নেয়া হয়েছে। তবে, এখানকার নদী প্রবাহ, ঋতু ভিন্নতার কারণে সেখান থেকে বাংলাদেশের উপকৃত হওয়ার সুযোগ কম বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

তবে সব বিবেচনায় নিয়েই সুষ্ঠুভাবে এই মহাপরিকল্পনা বাস্তবায়নের আশ্বাস দেয়া হয়েছে।

নিজস্ব অর্থায়ন, জাতীয় পারদর্শিতা এবং গণআলোচনার ভিত্তিতেই মহাপরিকল্পনা বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে সম্মেলন থেকে।

বাপা ও বেন এর উদ্যোগে এই সম্মেলনে দেশের ১৩টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়, ১০টি শিক্ষা-গবেষনা-পেশাজীবী সংগঠন এবং ৪০টি বেসরকারি সামাজিক সংগঠনসহ পরিবেশ সচেতন অনেকে অংশগ্রহণ করছে।

দেখুন নিচের ভিডিও রিপোর্টে: