চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

বছরের প্রথম দিনেও শিক্ষকদের আমরণ অনশন অব্যাহত

সরকারি স্বীকৃতিপ্রাপ্ত নন-এমপিও স্কুল-কলেজের শিক্ষকরা নতুন বছরের প্রথম দিনও অনশন কর্মসূচি অব্যাহত রেখেছেন। প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে টানা সপ্তম দিনের মতো জাতীয় প্রেসক্লাবের সামনে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা।

সারাদেশে যখন বই উৎসব তখন জাতীয় প্রেসক্লাবের সামনে অনশনে সরকারি স্বীকৃতিপ্রাপ্ত নন-এমপিও স্কুল-কলেজের শিক্ষকরা। তাদের আশা ছিল, নতুন বছরের আগেই দাবি পূরণ হবে, তারাও যোগ দিতে পারবেন বই উৎসবে।

কিন্তু সেটা না হওয়ায় শিক্ষকরা হতাশ। তাই দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দিয়েছেন তারা।

শিক্ষকদের এই আন্দোলনে সংহতি জানাচ্ছেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। নতুন বছরের প্রথম দিনের এই কর্মসূচিতে ইতোমধ্যে একাত্মতা প্রকাশ করেন কয়েকজন চিকিৎসক।

আন্দোলনের সপ্তম আর আমরণ অনশনের দ্বিতীয় দিনে অসুস্থ হয়ে পড়েন শিক্ষকদের অনেকে।

বিস্তারিত দেখুন নিচের ভিডিও রিপোর্টে: