চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

বঙ্গোপসাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা

বঙ্গোপসাগরে বাণিজ্যিক ট্রলার দিয়ে আগামী ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত (৬৫ দিন) সব ধরনের চিংড়ি ও মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি করেছেন মৎস ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়।

গতকাল মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিভিন্ন স্টেক হোল্ডার যেমন, মেরিন ফিশারিজ অ্যাসোসিয়েশন, মেরিন হোয়াইট ট্রলার ওনার্স অ্যাসোশিয়েসন, মেরিন ফিশারিজ একাডেমি, গবেষক, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগের অধ্যাপক এবং মন্ত্রণালয়ের কর্মকর্তারা মিলে
আলোচনার পরে এই সিদ্ধান্ত নেন।

এ মৌসুমটা হচ্ছে মাছের প্রজনন সময়। সাধারণত অন্যান্য সমুদ্রে মাছের প্রজনন মৌসুমে মাছ ধরা ২ থেকে তিন মাস বন্ধ থাকে।

কিন্তু এই প্রথম বঙ্গোপসাগরের একচ্ছত্র অর্থনৈতিক অঞ্চলে এমন নিষেধাজ্ঞা জারি করা হলো। তবে এতে করেই পরবর্তীতে মাছের পরিমাণ বিপুল আকারে বৃদ্ধি পাবে বলেই ধারণা সংশ্লিষ্টদের।