চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

বঙ্গবন্ধু হত্যার ষড়যন্ত্রকারীদের খুঁজতে কমিশন গঠনের রূপরেখা তৈরি: আইনমন্ত্রী

১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করতে একটি তদন্ত কমিশন গঠনের রূপরেখা তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

শনিবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত এক কর্মশালায় দেয়া বক্তব্যের সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী একথা বলেন।

এসময় তিনি বলেন ‘আমরা কমিশনের একটা রূপরেখা তৈরি করেছি। তবে বর্তমান বৈশ্বিক-অর্থনৈতিক প্রেক্ষাপটে সে রূপরেখাটির ব্যাপারে নীতিনির্ধারকদের সাথে আলোচনা করাটা হয়ে ওঠেনি। তবে আসা করছি কিছুদিনের মধ্যেই এবিষয়ে আলোচনায় বসতে পারব। আর এই বছর শেষ হওয়া নাগাদ আমরা হয়ত কমিশনটা চালু করতে পারব।’

এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যায় দণ্ডিত পলাতক খুনিদের দেশে ফিরিয়ে আনার প্রচেষ্টা চালিয়ে যাবার কথাও জানান আইনমন্ত্রী।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত আজকের কর্মশালায় প্রধান অতিথি হয়ে বক্তব্য রাখেন আইনমন্ত্রী আনিসুল হক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আইএলও’র কান্ট্রি ডিরেক্টর টুমো পৌটিআইনেন, আইন মন্ত্রনালয়ের আইন ও বিচার বিভাগের সচিব মো: গোলাম সারওয়ার, লেজিসলেটিভ ও সংসদ বিভাগের সচিব মো: মইনুল কবির, অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো: মুজিবুল হক (এমপি)। এই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. সেলিনা আক্তার। আর মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকার শ্রম আপিল ট্রাইবুনালের চেয়ারম্যান বিচারপতি মো: ফারুক।