চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

বঙ্গবন্ধু সেতুতে দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ

ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে বঙ্গবন্ধু সেতু দিয়ে দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ রেখেছিল কর্তৃপক্ষ। যানচলাচল বন্ধ রাখার ফলে অধিক গাড়ির চাপে সেতুর দুই পাশে অন্তত পক্ষে ৮ কি.মি. পর্যন্ত যানজটের সৃষ্টি হয়েছে। ফলে যাত্রী ও চালকরা চরম ভোগান্তির মধ্যে পড়েছে।

বঙ্গবন্ধু থানার অফিসার ইনচার্জ আছাবুর রহমান জানান, সেতু এলাকায় ভোর থেকে কুয়াশা বাড়তে থাকে। দুর্ঘটনা এড়াতে সকাল সাড়ে ৭টা থেকে যান চলাচল বন্ধ রাখে বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ। এসময় সেতুর দুই পাশে যানজটের সৃষ্টি হয়। সেতু এলাকায় কুয়াশার ঘনত্ব কমলে ৯টার দিকে সীমিত ভাবে গাড়ি চলতে থাকে। বেলা বাড়ার সাথে সাথে কুয়াশা কমে গেলে যান চলাচল স্বাভাবিক হবে বলেও তিনি জানান।

উল্লেখ্য, গতকাল সেতুর উপরে ১৩ গাড়ির দুর্ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়।