চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

বঙ্গবন্ধুর দুর্নীতি বিরোধী বক্তব্যকে আদর্শ ধরে দুদককে কাজ করতে বলেছেন হাইকোর্ট

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দুর্নীতি বিরোধী (ভাষণ) বক্তব্যগুলোকে আদর্শ হিসেবে ধারণ করে দুর্নীতি দমন কমিশন(দুদক)’কে কাজ করতে বলেছেন হাইকোর্ট।

বঙ্গবন্ধুর দুর্নীতি বিরোধী বক্তব্যসমূহ দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠ্যবইয়ে যুক্ত করার স্বপ্রণোদিত রুল জারি করে মঙ্গলবার বিচারপতি মো নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ একথা বলেন। এছাড়া আদালত তার আদেশে বঙ্গবন্ধুর দুর্নীতি বিরোধী বক্তব্যসমূহ আগামী ১ মাসের মধ্যে হাইকোর্টে দাখিল করতে জাতীয় আর্কাইভের ডিজির প্রতি নির্দেশ দিয়েছেন আদালত।

আদালতে দুদককের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী খুরশিদ আলম খান। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক ও সহকারী অ্যাটর্নি জেনারেল আন্না খানম কলি।