চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

বইমেলায় সাংবাদিক আবু আলীর ভ্রমণ বিষয়ক বই

অমর একুশে বইমেলায় সাংবাদিক আবু আলীর বাংলাদেশ ও ভারতের উত্তর পূর্বাঞ্চল রাজ্যগুলোর ভ্রমণ অভিজ্ঞতা বিষয়ে বই ‘মেঘ পাহাড়ের আলিঙ্গন’ প্রকাশিত হয়েছে। বইটি প্রকাশ করেছে জ্যোতিপ্রকাশ।

দেশের বিভিন্ন অঞ্চলসহ ভারতের উত্তর পূর্বাঞ্চল রাজ্যগুলোর ভ্রমণ বিষয়ে বিস্তারিত নানা তথ্য তুলে ধরা হয়েছে বইটিতে।

দেশের গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র স্বর্ণমন্দির, বিছানাকান্দি, জাফলং, কুয়াকাটা, হার্ড পয়েন্টসহ বেশ কয়েকটি পর্যটন কেন্দ্রের সহায়ক তথ্য এবং আসাম, মেঘালয় এবং ত্রিপুরার পর্যটনকেন্দ্রগুলোর পাশাপাশি রহস্যঘেরা কামরূপ কামাখ্যার চিত্র, ইতিহাস এবং সংস্কৃতি তুলে ধরেছেন সাংবাদিক আবু আলী।

লেখক বইটিতে স্বল্পখরচে কীভাবে দেশ-বিদেশ ভ্রমণ করা যায় তা তুলে ধরেছেন বিস্তারিত তথ্যসহ।

বইমেলায় বাংলা একাডেমির মূল চত্বরের গোল্ডেন বাংলাদেশ (স্টল নং ৭৯) এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির (স্টল নং ১০২), ম্যাগনাম ওপাস (স্টল নং ৩৯৮) নম্বর স্টলে বইটি পাওয়া যাচ্ছে। এছাড়া সিরাজগঞ্জ সরকারি কলেজ এবং জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত বইমেলার নজরুল একাডেমীর স্টলেও বইটি পাওয়া যাচ্ছে। বইটির মূল্য ধরা হয়েছে ১৫০ টাকা, মেলা উপলক্ষে বিশেষ কমিশনে বইটি কিনতে পারবেন পাঠক।

পেশাগত জীবনে আবু আলী দৈনিক আমাদের সময় পত্রিকায় সিনিয়র রিপোর্টার হিসেবে কাজ করছেন। এরআগে তিনি দৈনিক সংবাদ ও বার্তাসংস্থা এনএনবিতে কাজ করেছেন।