চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

বইমেলায় বিক্রিতে সন্তুষ্ট দোকানিরা

গত তিন দিনে বইমেলার বেচা-বিক্রি নিয়ে অনেকটাই সন্তুষ্ট দোকানিরা। এ ধারা অব্যাহত থাকলে আগামী দিনগুলোতে মুনাফা বাড়বে বলে মনে করছেন তারা।

বাঙ্গালির প্রাণের মেলা বইমেলায় বইপ্রেমীদের ভিড় বিগত বছরগুলো থেকে এবার বেশি লক্ষ্য করা গেছে। মেলার গেট খুলে দেবার পরপরই আসতে শুরু করেন বইপ্রেমীরা।

অন্যদিকে মেলার পরিসর বড় হওয়ায় বেশ স্বাচ্ছন্দ্য নিয়ে কেনাকাটা করতে পারছেন বইপ্রেমীরা।

পরিবার পরিজন আর বন্ধুদের নিয়ে মেলায় আসছেন অনেকে। প্রথম তিন দিনের মেলার বেচাকেনা নিয়ে অনেকটাই সন্তুষ্ট দোকানিরা।

এবারের বইমেলায় এ পর্যন্ত প্রকাশিত মোট বইয়ের সংখ্যা ১১৯ টি। সাপ্তাহিক ছুটির দিন ব্যতীত মেলা চলবে প্রতিদিন বিকাল তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত।