অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে তন্ময় মণ্ডলের নতুন কবিতার বই ‘পালক জীবন’। বইটি প্রকাশ করেছে বেহুলাবাংলা। প্রচ্ছদ করেছেন আইয়ুব আল আমিন। বইটি পাওয়া যাচ্ছে বেহুলাবাংলার ১২৩-১২৪ নম্বর স্টলে।
বইটি সম্পর্কে তন্ময় মণ্ডল বলেন, আমি জন্মগতভাবে ভারতীয় হলেও কবি হিসেবে তো বাঙালি, তাই অমর একুশে গ্রন্থমেলায় আমার তৃতীয় কাব্যগ্রন্থ প্রকাশ পাওয়ায় আমি আনন্দিত। পাখির পালক যেমন বাতাসে উড়ে বেরায় আবার মাটিতে পরে থাকে, আমার কাছে মানবজীবনও তাই। এই কাব্যগ্রন্থে আমি সেকথাই বলতে চেয়েছি।
তন্ময়ের প্রথম কাব্যগ্রন্থ ‘মৃত্যুকে খোলা চিঠি’ প্রকাশিত হয় ২০১৬ সালে। এবছর আন্তর্জাতিক কলকাতা পুস্তক মেলায় প্রকাশিত হয়েছে ‘শীতঘুমে ১২ দিন’। কবিতা ছাড়াও তন্ময় মণ্ডল কাজ করেছেন গল্প, উপন্যাস, শিশুসাহিত্যে।
কবি তন্ময় মণ্ডলের জন্ম ভারতের উত্তর চব্বিশ পরগনার বসিরহাটে। লেখালিখির শুরু ছোটবেলা থেকেই। ছোটবেলা কাটে মাসীর বাড়ি অশোকনগরে। তারপর সেখান থেকে কলকাতায় কলেজে পড়তে যাওয়া। এখন তিনি কলকাতারই স্থায়ী বাসিন্দা। তিনি পদার্থবিদ্যার ছাত্র হলেও, সাহিত্যের প্রতি নাড়ির টান। জীবনে একাধিকবার পেশা বদলেছেন। বর্তমানে তিনি সাংবাদিকতা করেন। ২০১৩ সাল থেকে ‘নবাঙ্কুর’ পত্রিকা সম্পাদনার দায়িত্ব নেন।
এ পর্যন্ত তিনি একাধিক সাহিত্য পুরস্কার পেয়েছেন।








