চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

বইমেলায় ক্ষুদে লেখক অলীন বাসারের দুটি বই

এবার অমর একুশে গ্রন্থ মেলায় ক্ষুদে লেখক অলীন বাসারের দুটো বই বের হয়েছে। একটা ‘বিড়াল পণ্ডিত’। প্রকাশ করেছে ঘাস ফড়িং। দাম ১৬০ টাকা। এতে ২৩টা গল্প আছে। এরমধ্যে দুটো গল্প বিডি নিউজ এর কিডস পাতায় প্রকাশ হয়েছে। চার রঙের পুরো বইতে সুন্দর সুন্দর গল্প আছে। প্রতিটা গল্প ভিন্ন ভিন্ন ধরণের।

অলীন বাসারের অন্য বইটির নাম ‘গোরস্তানে বিয়ে’। এতে ১৩টি গল্প আছে। চার রঙের এই বইয়ের দাম রাখা হয়েছে ১২০ টাকা। মজার মজার গল্প আছে এতে। সাম্প্রতিক প্রকাশনী থেকে বের হয়েছে বইটি।

অলীন বাসার দেশের সবচেয়ে কম বয়সী লেখক। এই খুদে লেখক ঢাকার মতিঝিলের আইডিয়াল স্কুল এন্ড কলেজের পঞ্চম শ্রেণির ছাত্র।

অলীন বাসার এর প্রকাশিত অন্যান্য বইয়ের নাম: অন্ধকারে ভূতরে ছায়া (২০১৫) সাঁকোবাড়ী প্রকাশন, ভুতুড়ে (২০১৬) সাঁকোবাড়ী প্রকাশন, ভুতুম (২০১৭) সাঁকোবাড়ী প্রকাশন, ভূতের টিউশনি (২০১৮) জ্ঞান বিতান, পালোয়ানের হার (২০১৮) ঘাস ফড়িং প্রকাশনী।