চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ফ্রিতে দেখা যাবে নেটফ্লিক্স, তবে…

বিনামূল্যে অরজিনাল কিছু ধারাবাহিক ও সিনেমা দেখার সুযোগ দিচ্ছে নেটফ্লিক্স, তবে সেটা খুব সীমিত পরিসরে।

স্ট্রেঞ্জার থিংস, মার্ডার মিস্ট্রি, এলিট, বস বেবি: ব্যাক ইন বিজনেস, বার্ড বক্স, হোয়েন দে সি আর, লাভ ইজ ব্লাইন্ড, দ্য টু পোপস, আওয়ার প্ল্যানেট এবং গ্রেস অ্যান্ড ফ্র্যাঙ্কি নেটফ্লিক্সে দেখা যাবে কোনো অর্থ খরচ না করেই।

যারা অর্থ খরচ করে নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন কিনবেন কিনা তা নিয়ে সংশয়ে আছেন, তাদের জন্যই মূলত এই সুযোগ দিয়েছে নেটফ্লিক্স।

সব ভাষায় সিনেমা দেখা যাবে বিনামূল্যের নেটফ্লিক্সে। কিন্তু ধারাবাহিকের ক্ষেত্রে শুধু মাত্র প্রথম সিজনের প্রথম পর্ব দেখা যাবে। পরের গুলো দেখতে সাবস্ক্রাইব করতে হবে।

মার্কিটিংয়ে এমন কৌশল নিয়ে গ্যাজেট ৩৬০-এ দেয়া বিবৃতিতে নেটফ্লিক্সের তরফ থেকে বলা হয়েছে, ‘আমরা ভিন্ন ধরনের এই প্রচারণা কৌশল বেছে নিয়েছি নেটফ্লিক্সের অভিজ্ঞতা উপভোগ করিয়ে নতুন সদস্য বাড়ানোর জন্য।’

বিনামূল্যে নেটফ্লিক্স উপভোগ করা যাবে এই লিংকে। উইন্ডোজ এবং ম্যাক কম্পিউটার এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে দেখা যাবে নেটফ্লিক্স। আইওএস, স্মার্ট টিভি এবং ফায়ার স্টিক ব্যবহারকারীরা এই সুবিধা পাবেন না। -এনডিটিভি