চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ফ্রান্সে মসজিদের কাছে বন্দুক হামলায় ৮ জন আহত

ফ্রান্সের দক্ষিণাঞ্চলে একটি মসজিদের কাছে বন্দুক হামলায় আট জন আহত হয়েছে। স্থানীয় সময় রোববার রাত সাড়ে দশটার দিকে অ্যাভিনোর মুসুল্লিরা আরাহমা মসজিদ থেকে বের হওয়ার সময় দুই হামলাকারী তাদের লক্ষ্য করে হামলা চালায়।

আহত ৮ জনের মধ্যে ২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে পুলিশ একে সন্ত্রাসী হামলা হিসেবে দেখছে না। জেলা ম্যাজিস্ট্র্যাট লরে শ্যাবাউ বলেন, তরুণদের মধ্যে বিবাদের কারণেই এই ঘটনা ঘটে থাকতে পারে।

লা প্রোভেন্স পত্রিকা জানায়, হামলাকারীরা হ্যান্ডগান ও শটগান দিয়ে হামলা চালায়। তারা মুসুল্লিদের ভিড় লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে।

লা প্রোভেন্স একটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, এই হামলায় মসজিদের বাইরে চার জন আহত হয়েছে। এছাড়াও ছিটানো গুলিতে প্রায় ৫০ মিটার দূরের একটি অ্যাপার্টমেন্টে সাত বছরের এক শিশুসহ একই পরিবারের চার জন আহত হয়েছে।

প্রসিকিউটরের অফিস থেকে বলা হয়েছে, অ্যাভিনোর হামলাটিকে সন্ত্রাসী হামলা হিসেবে দেখা হচ্ছে না।