চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ফ্রান্সে গলা কেটে একজনকে হত্যা

ফ্রান্সের লিয়ন শহরের নিকটবর্তী একটি গ্যাস ফ্যাক্টরিতে একজনকে গলা কেটে হত্যা করা হয়েছে। এছাড়াও হামলার ঘটনায় কমপক্ষে আরও একজন ব্যক্তি আহত হয়েছেন। ধর্মীয় উগ্রপন্থীরা ওই হামলা ও হত্যাকাণ্ডের সাথে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে।

সেন্ট-কুয়েনটিন-ফ্যালাভিয়েতে অবস্থিত ওই এয়ার প্রোডাক্ট কারখানায় কয়েকটি ছোট আকারের বিস্ফোরণের ঘটনাও ঘটেছে বলে জানা গেছে। স্থানীয় সময় সকাল দশটায় এ হামলার ঘটনা ঘটে।

সন্ত্রাস-বিরোধী পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। হামলাকারি দুই ব্যক্তি আরবি লেখা সম্বলিত একটি পতাকাসহ গাড়ি চালিয়ে কারখানাতে প্রবেশ করেছিলো বলে জানা গেছে।

ফরাসি প্রেসিডেন্ট ফাসোয়া ওঁলাদ ব্রাসেলসে অনুষ্ঠিত ইউরোপিয়ান ইউনিয়নের সামিটে অংশগ্রহণ না করেই দেশে ফিরে এসেছেন। ফরাসি প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভালস লিয়নের স্পর্শকাতর এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নির্দেশ দিয়েছেন।

ফ্রান্সের রাজধানী প্যারিসে ধর্মীয় উগ্রপন্থীদের হামলায় ১৭ জনের মৃত্যুর ৬ মাস পর এই হামলার ঘটনা ঘটলো।