চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

ফ্রান্সের রাজনীতিবিদের বিরুদ্ধে বেনজেমার মামলা

সন্ত্রাসবাদের অভিযোগ নিয়ে ক্ষুব্ধ রিয়াল তারকা

ফ্রান্সের ডানপন্থী বলে পরিচিত রাজনীতিবিদ ডেমিয়েন রিউ’র বিরুদ্ধে মামলা করেছেন রিয়াল মাদ্রিদ তারকা করিম বেনজেমা। টুইটারে বেনজেমার বিরুদ্ধে সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিযোগ করেছিলেন রিউ।

২০২০ সালের অক্টোবরে রিউ প্রথমবার টুইটারে বেনজেমাকে একজন খুনির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ তোলেন।

ইমাম নুরদিন মামুন নামের এক ব্যক্তির সঙ্গে বেনজেমার একটি ছবির শিরোনামে রিউ লিখেছিলেন, ‘ইমাম নুরদিন মামুনের সাথে বেনজেমার দেখা করা কৌতূহল জাগানিয়া। যার ব্যাপারে তদন্ত হয়েছে (শিক্ষক স্যামুয়েল প্যাটির হত্যার জন্য)। আশা করছি, আদালত ব্রন (বেনজেমা শহর) মসজিদের অর্থায়নের ব্যাপারে আগ্রহ দেখাবে।’

মাসখানেক পর আবারও টুইটে রিকনকুইস্তা পার্টির নেতা রিউ একাধিক সন্ত্রাসীর তর্জনী আঙুল তোলা ছবি পোস্ট করেন। একইসঙ্গে বেনজেমার তর্জনী তোলা আঙুলের ছবিও দেন। শিরোনামে লেখেন, ‘আমি মনে করি বেনজেমা আমাদের একটি বার্তা দিতে চায়।’

বেনজেমার আইনজীবী সিলভাইন করমিয়ের ডানপন্থী রিউকে নিয়ে বলেছেন, ‘ডেমিয়েন লেফভ্রে (রিউয়ের আসল নাম) ঘৃণা বাড়িয়ে তুলছেন। তার শেষ টুইটগুলো বেনজেমাকে একজন সন্ত্রাসীর সমতুল্য করেছে। আমরা কি প্রতিক্রিয়া না দিয়ে ট্র্যাজেডির অপেক্ষায় থাকবো?’