চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ফোল্ডিং স্মার্টফোন বাজারে আনবে স্যামসাং

চারিদিকে এখন বেজেলবিহীন স্মার্টফোন নিয়ে আলোচনা তুঙ্গে থাকলেও স্যামসাং এবার ভাঁজ করা যাবে এমন স্মার্টফোন নিয়ে বেশ উঠেপড়ে লেগেছে। এ ধরনের একটি স্মার্টফোনের সার্টিফিকেশনের জন্যও আবেদন করেছে দক্ষিণ কোরিয়ার এ প্রযুক্তি প্রতিষ্ঠানটি।

ভাঁজ করা যাবে এমন অর্থাৎ ফোল্ডিং স্মার্টফোন নিয়ে কাজ করছে স্যামসাংম মাইক্রোসফট এবং এলজি, চলতি বছরের শুরুতেই এমন খবর শোনা গিয়েছিল। সে সময় প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছিল ২০১৮ কিংবা ২০১৯ সালের মধ্যেই বাজারে আসবে ফোল্ডিং স্মার্টফোন।

পকেটনাও নামের একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ কোরিয়ার ন্যাশনাল রেডিও এজেন্সি বরাবর ফোল্ডিং স্মার্টফোনের অনুমোদনের জন্য আবেদন করেছে স্যামসাং। ধারণা করা হচ্ছে, স্মার্টফোনটির মডেল হতে পারে স্যামসাং এক্স অথবা এক্স১।

স্যামসাংয়ের এই আবেদন থেকে ফোনটির বিষয়ে বিস্তারিত কোনো তথ্য পাওয়া না গেলেও ধারণা করা হচ্ছে ২০১৯ সালে স্মার্টফোনটি বাজারে আসতে পারে।