চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ফেসবুকে প্রশ্নোত্তরে বার্নিকাট

নারীর ক্ষমতায়ন ও সমাধিকার প্রয়োগ করে কিভাবে দেশের মেয়েদের শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি, এবং কর্মসংস্থানে সমান সুযোগ লাভ করতে পারবে, কিভাবে আমরা মেয়েদের নেতৃত্বের ভূমিকা নিতে সাহায্য করতে পারি? আপনি নারীর ক্ষমতায়নের একটি জাতির উন্নয়নের বাড়ে বিশ্বাস করেন কি? এসব বিষয় নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের বাংলাদেশ রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট আজ দুপুরে ইউএস অ্যাম্বাসির ফেসবুকের ভেরিফাইড পেজে সরাসরি কথা বলেছেন।

পঁচিশ মিনিটের কথোপকথনে বার্নিকাট তুলে ধরেছেন নারীর ক্ষমতায়ন ও তৈরী পোশাক শিল্প-আরএমজি, সেক্টরে ভবিষ্যতে বাংলাদেশের উন্নতির কথা। নারীর ক্ষমতায়ন বাংলাদেশকে পৃথিবীতে আরেকটি পরিচয় এনে দিয়েছে। নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে বাংলাদেশকে আজ অনেক দেশরই অনুসরণীয় বলে মনে করে।

এছাড়াও দুই বিদেশী হত্যা নিয়ে একটা প্রশ্নের উত্তরে তাদের স্টেটমেন্টের কথাই আবার বলা হয়েছে। বিদেশীদের নিরাপত্তার বিষয়টি সরকার যথেষ্ট আন্তরিকতার সাথে দেখছেন বলে কথোপকথনে মন্তব্য করেছেন মার্কিন রাষ্ট্রদূত।