চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

ফেসবুকে ছড়িয়ে পড়া ছবিটি সাকিব-শিশিরের কন্যার নয়

যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে রোববার রাত ২টা নাগাদ (বাংলাদেশ সময়) বাংলাদেশ ক্রিকেট তারকা ও বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও তার স্ত্রী উম্মে আহমেদ শিশিরের ঘর আলো করে এসেছে রাজকন্যা। 

রাজকন্যার সংবাদটি নিজে পাওয়ার পর পর তার ভক্তদের জানাতে নিজের ফেসবুক ফ্যান পেজে সুখবরটি দেন সাকিব।  সেখানে প্রথমবার পিতা হওয়ার অনুভূতি ব্যক্ত করেন তিনি।

তবে সাকিবের নামে ফেক ইনস্ট্রাগ্রামে গতকাল একটি শিশুর ছবি পোস্ট করা হয়। এবং মুহুর্তে সে ছবিতে ছড়িয়ে যায় পুরো মিডিয়ায়। এমনকি কিছু অনলাইন মিডিয়াও ভুল করে সেই ছোট্ট শিশুটিকে সাকিবের কন্যা মনে করে নিউজ করেছেন। 

গণজাগরণ মঞ্চের মুখ পাত্র ড. ইমরান এইচ সরকার তার ফেসবুকে স্ট্যাটাসে লিখেছেন, এই ছবিটি সাকিব আল হাসানের মেয়ের ছবি হিসেবে ছড়িয়ে গেছে। সাকিবের নামে ফেক ইনস্ট্রাগ্রামে ছবিটি দেয়ায় অনেকে ভুল করছেন। আমিও করেছিলাম, এমনকি অনেক গণমাধ্যমও একই ভুল করছেন।

আমি নিশ্চিত করছি ছবিটি সত্য নয়। এটি বেশ পুরনো একটি ছবি, যা সাকিবের মেয়ের ছবি হিসেবে ছড়ানো হচ্ছে। ধন্যবাদ।