চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

‘ফেসবুকে গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে অপপ্রচারকারী’ গ্রেপ্তার

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেশের গণমান্য ব্যক্তিদের নিয়ে অপপ্রচারকারীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের সাইবার সিকিউরিটি এন্ড ক্রাইম বিভাগ।

গ্রেপ্তারের নাম শামসুল আরেফিন (২৭)। গত ৩ ফেব্রুয়ারি দক্ষিণ যাত্রাবাড়ী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সাইবার সিকিউরিটি এন্ড ক্রাইম বিভাগের ওয়েবসাইট এন্ড ই-মেইল ক্রাইম টিমের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার ধ্রুব জ্যোতির্ময় গোপ জানান, শামসুল আরেফিন নিজের ফেসবুক আইডি ব্যবহার করে দেশের গণ্যমান্য ব্যক্তিদের সাথে বিভিন্ন মডেলের ছবি সংযুক্ত করে মিথ্যা তথ্য প্রচার করে। এতে গণ্যমান্য ব্যক্তিরা সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হচ্ছিলেন। ২০১৮ সালে মোহাম্মদপুর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা রুজু হয়। তথ্য প্রযুক্তির সহায়তা দক্ষিণ যাত্রাবাড়ী এলাকা হতে শামসুল আরেফিনকে ওই মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারের পর মামলার তদন্তকারী কর্মকর্তা ৭ দিনের রিমান্ডের আবেদন করে শামসুল আরেফিনকে আদালতে পাঠলে আদালত ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন।