চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ফেসবুকের পর টুইটার ব্যবহার সীমিত করলো রাশিয়া

ইউক্রেন সংকটের মধ্যে রাশিয়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের পর আরেক জনপ্রিয় মাধ্যম টুইটারের ব্যবহার সীমিত করেছে বলে জানিয়েছে টুইটার কর্তৃপক্ষ।

সংস্থাটির পক্ষ থেকে শনিবারে এক টুইট বার্তার বরাতে এ তথ্য জানায় রয়টার্স ।

এর আগে শুক্রবার মস্কো জানিয়েছিল রশিয়ায় তারা মেটা প্লাটফর্মের ফেসবুক ব্যবহারকে সীমাবদ্ধ করেছে।

টুইটার তাদের সেবাকে নিরাপদ ও প্রবেশগম্য করতে কাজ করছে বলে জানিয়েছে টুইটার। রাশিয়া কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগ মাধ্যমটি সীমিত করার ব্যাপারে সংস্থাটির সাথে যোগাযোগ করেছে কিনা- এব্যাপারে কোনো মন্তব্য করেনি টুইটার।

মস্কোতে অবস্থানরত একজন সাংবাদিক শনিবার জানান, টুইট প্রকাশে সাইটটি অনেক ধীর গতি ও নানান সমস্যা তৈরি করছে।

রাশিয়া বছরের পর বছর ধরে ইন্টারনেট এবং বড় প্রযুক্তি সংস্থাগুলির উপর কঠোর নিয়ন্ত্রণের চেষ্টা করছে বলে জানায় রয়টার্স।

এমন প্রচেষ্টাকে কর্পোরেট স্বাধীনতার জন্য হুমকি ও বিরোধীদের বিরুদ্ধে ব্যাপক ক্র্যাকডাউনের অংশ বলে জানিয়েছেন সমালোচেকেরা।