চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ফেসবুকের ছবি-ভিডিও গুগল ফটো ও ড্রপবক্সে রাখবেন যেভাবে

ফেসবুক কর্তৃপক্ষ ছবি ও ভিডিও সংরক্ষণের নতুন সুবিধা প্রদান করেছে ব্যবহারকারীদের জন্য। ফেসবুকে আপলোড করা যাবতীয় ছবি-ভিডিও এখন সহজেই গুগল ফটো অথবা ড্রপবক্সে ব্যাকআপ রাখা যাবে। এর আগে ইউরোপসহ কয়েকটি দেশে এ সুবিধা থাকলে এখন বাংলাদেশী ফেসবুকাররাও এ সুবিধাটি পাবেন।

নানাবিধ অসতর্কতা নয়তো হ্যাকিং ঝুঁকিতে অনেকেরই ফেসবুক অনেক দিনের স্মৃতিগুলো হারিয়ে যায়। নতুন এই সুবিধাটি সেই ঝুঁকি দূর করতে সহায়তা করবে।

দেখে নেয়া যাক, কীভাবে ব্যাকআপ নেবেন ছবি-ভিডিও।

মোবাইল ইউজারদের জন্য

১. মেনু থেকে – Settings & Privacy ক্লিক করে Settings এ ক্লিক করতে হবে

২. Transfer a Copy of Your Photos or Videos এর অপশনে ভিউতে ক্লিক করতে হবে

   ৩. Transfer a Copy of Your Photos or Video তে গুগল ফটো এবং যেটি ব্যাকআপ নিতে চান (ফটো/ভিডিও) পছন্দ করতে হবে। 

 

৪.তারপর Next বাটনে ক্লিক করে গুগল একাউন্ট এর সাথে অথেনটিকেশন করতে হবে

ডেস্কটপ/ল্যাপটপ ইউজারদের জন্য
ফেইসবুকে আপলোড করা সব ফটো/ ভিডিও ব্যাকআপ নিতে নিচের পদ্ধতি গুলো দেখুন:

  1. যেভাবে ফেসবুকের ছবি/ভিডিও গুগল ফটো/ড্রপবক্সে ব্যাকআপ রাখবেন!
    ডানপাশের ডাউন অ্যারো – Settings & Privacy ক্লিক করে Settings এ ক্লিক করতে হবে
  2. Your Facebook information বাটনে ক্লিক করে Transfer a Copy of Your Photos or Videos এর অপশনে ভিউতে ক্লিক করতে হবে।

     

  3. এখান থেকে আপনি গুগল ফটো বা ড্রপবক্স সিলেক্ট করতে পারেন। তবে গুগল ফটো এ সবার জন্যই সহজ

     

  4. ফটো ও ভিডিও এর জন্য আপনাকে আলাদা ভাবে রিকুয়েস্ট করতে হবে। যেকোন একটি সিলেক্ট করে Next বাটন এ ক্লিক করে আপনি আপনার জিমেইল একাউন্ট এর সাথে অথেনটিকেশন এলাউ করবেন। নির্দিষ্ট কিছু সময় এর পর আপনার সব ছবি বা ভিডিও আপনার গুগোল ফটোজ এর চলে যাবে। আপনি এর প্রগ্রেসটিও দেখতে পারবেন – Activity তে