ফেঞ্চ-ওপেন টেনিসের তৃতীয় রাউন্ডে উঠেছেন মারিয়া শারাপোভা এবং রজার ফেদেরার। মেয়েদের এককে বর্তমান চ্যাম্পিয়ন শারাপোভা দ্বিতীয় রাউন্ডে ৬-৩, ৬-১ গেমে হারিয়েছেন তার স্বদেশী দিয়াচেনকোকে।
দু’বারের চ্যাম্পিয়ন রাশিয়ান তারকা তৃতীয় রাউন্ডে খেলবেন অস্ট্রেলিয়ার স্যাম স্টসুরের বিপক্ষে। আরেক লড়াইয়ে স্পেইনের মার্সেলকে ৬-২, ৭-৬, ৭-১ এবং ৬-৩ গেমে হারান ১৭ বারের গ্র্যান্ডস্লাম বিজয়ী রজার ফেদেরার।
দ্বিতীয় সেটে পিছিয়ে পড়েও দুর্দান্তভাবে খেলায় ফেরেন এই সুইস তারকা। তৃতীয় রাউন্ডে ফেদেরারের প্রতিপক্ষ বসনিয়ান দামির জুমহুর।
এর আগে ফেদেরার ফ্রেঞ্চ ওপেনের শিরোপা জিতেছেন মাত্র একবার। সেটা ২০০৯ সালে। সবশেষ ১০ বারের মধ্যে ৯ বারই এ শিরোপা জিতেছেন নাদাল। এবার তার সামনে দশম শিরোপার রেকর্ড গড়ার হাতছানি।







