চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের মনোনয়ন প্রকাশ

বলিউড সিনেমার সবচেয়ে বড় অ্যাওয়ার্ড ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস। ২০১৫’র ফিল্মফেয়ার অনুষ্ঠানটি বসতে যাচ্ছে আগামী ১৫ জানুয়ারি মুম্বাইতে। সম্প্রতি প্রকাশিত হয়েছে এ অ্যাওয়ার্ডের মনোনয়ন।

সেই তালিকায় বেশ দাপুটের সঙ্গে জায়গা করে নিয়েছেন সঞ্জয় লীলা বানসালি সিনেমা ‘বাজিরাও মাস্তানি’। তবে ‘বাজরাঙ্গি ভাইজান’-এর মাধ্যমে দীর্ঘদিন পর সেরা অভিনেতার অ্যাওয়ার্ড জেতার সম্ভাবনা থাকছে সালমান খানের জন্য।

দীপিকা পাডুকোণ, রণবীর সিং ও প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত ‘বাজিরাও মাস্তানি’ সাতটি মনোনয়ন ঝুলিতে পুরে সর্বাধিক মনোনয়ন লাভের গৌরব অর্জন করেছে।

সেরা সিনেমার তালিকায় বছরের ব্যবসাসফল সিনেমাগুলোই ঠাঁই পেয়েছে। রয়েছে ‘বাজরাঙ্গি ভাইজান’, ‘বাজিরাও মাস্তানি’,‘তানু ওয়েডস মানু রিটার্নস’ এবং ‘পিকু’। এছাড়া ভিন্ন ধারার সিনেমা হিসেবে প্রতিযোগিতায় নেমেছে ভারুন ধাওয়ানের ‘বাদলাপুর’ এবং ইরফান খানের ‘তালভার’।

সেরা পরিচালকের খেতাবের জন্য লড়বেন মেঘনা গুলজার (তালভার), আনন্দ এল রায় (তানু ওয়েডস মানু রিটার্নস), কাবির খান (বাজরাঙ্গি ভাইজান), সঞ্জয় লিলা বানসালি (বাজিরাও মাস্তানি), সুজিত সিরকার (পিকু) এবং শ্রিরাম রাঘভান (বাদলাপুর)।

সেরা অভিনেতা বিভাগে মনোনয়ন পেয়েছেন অমিতাভ বচ্চন (পিকু), রানবির কাপুর (তামাশা), রানভির সিং (বাজিরাও মাস্তানি), সালমান খান (বাজরাঙ্গি ভাইজান), ভারুন ধাওয়ান (বাদলাপুর) এবং শাহরুখ খান (দিলওয়ালে)। ওদিকে‘বেবি’র সাফল্যের পরও আকশায় কুমারকে মনোনীত না করায় ফিল্মফেয়ারের সমালোচনা করেছেন অনেক দর্শক।

নিজের প্রথম প্রযোজিত সিনেমা ‘এনএইচটেন’-এর জন্য এবার সেরা অভিনেত্রীর মনোনয়ন পেয়েছেন আনুশকা শর্মা। পার্শ্ব-চরিত্রে সেরা অভিনেতা খেতাবের জন্য প্রতিযোগিতায় নেমেছেন অনিল কাপুর ‘দিল ধাড়াকনে দো’ নিয়ে।

আরো আছেন ‘বাদলাপুর’-এর নাওয়াজউদ্দিন সিদ্দিকি, ‘মাসান’-এর সঞ্জয় মিশরা এবং ‘তানু ওয়েডস মানু রিটার্নস’-এর দিপাক ডোবরিয়াল। আবার একই সিনেমার জন্য মনোনীত হয়েছেন জিমি শেরগিলও। সেরা অভিনেত্রীর পাশাপাশি পার্শ্ব-চরিত্রে সেরা অভিনেত্রী বিভাগেও মনোনয়ন পেয়েছেন আনুশকা, ‘দিল ধাড়াকনে দো’র জন্য।

এই সিনেমার জন্য আরো মনোনয়ন পেয়েছেন অভিনেত্রী শেফালি শাহ। ‘বাজিরাও মাস্তানি’ থেকে পার্শ্ব-চরিত্রে সেরা অভিনেত্রী হিসেবে মনোনীত হয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া এবং তানভি আযমি।

‘দৃশ্যাম’-এর জন্য মনোনয়ন পেয়েছেন টাবু এবং ‘বাদলাপুর’-এর জন্য হুমা কুরেশি। শাহরুখ খানের উপস্থাপনায় জমজমাট এ বছরের ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হবে।