চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

ফিলিস্তিনের সাথে পেরে উঠল না বাংলাদেশ

কিরগিজস্তানে ত্রিদেশীয় আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে খেলতে গেছে বাংলাদেশ। সেখানে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী ফিলিস্তিনের সাথে পেরে ওঠেনি জামাল ভুঁইয়ার দল।

স্বাগতিকদের রাজধানীতে রোববার ফিলিস্তিনের কাছে ২-০ গোলে হেরেছে বাংলাদেশ। মঙ্গলবার কিরগিজস্তানের মুখোমুখি হবে জেমি ডের শিষ্যরা।

কিরগিজদের কাছে ১-০তে হেরে টুর্নামেন্ট শুরু করেছে ফিলিস্তিনিরা।

ম্যাচের ৩৩ মিনিটে লিড নেয় ফিলিস্তিন। গোল করেন ফরোয়ার্ড লায়েথ খারুব। পরে প্রতিপক্ষের বেশ কয়েকটি আক্রমণ প্রতিহত করে ৪৬ মিনিটে ইয়াসির হামেদের মাথা ছুঁয়ে আসা বলে দ্বিতীয় গোলটি হজম করে বাংলাদেশ।

ফিলিস্তিনের বিপক্ষে জয় অধরাই থাকল বাংলাদেশের। এএফসি কাপের ২০০৬ সালে যদিও একটি ১-১ ড্র আছে দুদলের। তাছাড়া ২০১৮ আর ২০২০ সালের বঙ্গবন্ধু গোল্ড কাপে ২-০ ব্যবধানে হেরেছে বাংলাদেশ।