চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ফিলিস্তিনি প্রেসিডেন্টের ঢাকা ত্যাগ

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ৩ দিনের বাংলাদেশ সফর শেষ করে ফিরে গেছেন। এ সফরে তিনি রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদের সঙ্গে বৈঠক করেছেন।

সফরের দ্বিতীয় দিন মাহমুদ আব্বাস বৈঠক করেন, রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদের সঙ্গে। সে সময় রাষ্ট্রপতি বলেন, স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্রের পক্ষে সব সময়ই বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণ পূর্ণ সমর্থন দিয়ে আসছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে, স্বাধীন ফিলিস্তিনের প্রতি সমর্থন অব্যাহত রাখার ঘোষণা দেয় বাংলাদেশ। বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ফিলিস্তিন এবং ইসরাইল- দুই রাষ্ট্র সমাধান প্রস্তাব বাস্তবায়ন হলে বাংলাদেশ ইসরাইলকেও স্বীকৃতি দেবে।

প্রথমবারের মতো বাংলাদেশ সফরের শেষ দিন ফিলিস্তিনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেন বিরোধীদলীর নেতা রওশন এরশাদ। সে সময় তারা ফিলিস্তিনের সমস্যা এবং বাংলাদেশ-ফিলিস্তিন সম্পর্ক নিয়ে কথা বলেন।

মাহমুদ আব্বাস শুক্রবার তার ব্যক্তিগত বিমানে ফিরে যান। হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বিদায় জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।