চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ফিলিপিন্সে জুতার ফ্যাক্টরিতে আগুন, ৭২ মরদেহ উদ্ধার

ফিলিপিন্সের রাজধানী ম্যানিলাতে জুতার ফ্যাক্টরিতে ভয়াবহ আগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭২ জনে।

ভবনটিতে ঢোকার ‍মুখেই ওয়েল্ডিংয়ের কারণে ছড়িয়ে পড়া আগুনের স্ফুলিঙ্গ দহনযোগ্য কেমিক্যালের সাথে বিক্রিয়া করার ফলেই ওই অগ্নিকাণ্ড ঘটেছে। আগুনে সৃষ্ট ঘন কালো ধোঁয়াই এতগুলো মৃত্যুর কারণ বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

অবশ্য শ্রমিকরা অস্বাস্থ্যকর এবং অনিরাপদ কাজের পরিবেশকেই এই অগ্নিকাণ্ডের জন্য দায়ী করছে।

নিরাপত্তাহীনতার এসব অভিযোগ সত্ত্বেও যারা শ্রমিকদের কাজ চালিয়ে যেতে বাধ্য করেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সেখানকার পুলিশ। ফিলিপিন্সের পুলিশ প্রধান লিওনার্দো এসপিনা বলেন, এতগুলো মানুষ মারা গেছে, অবশ্যই দোষীদের বিচারের মুখোমুখি করা হবে।

ফিলিপিন্সে নিরাপত্তা ব্যবস্থার শিথিলতার কারণে প্রায়শই বড় বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আর এতে সবচেয়ে বেশি আক্রান্ত হয় বস্তি এলাকার বাসিন্দারা।

এসপিনা সাংবাদিকদের আরো বলেন, দুর্ঘটনা হোক বা অগ্নিসংযোগ, মানুষ মারা গেছে। ঠিক কি ঘটেছে সেটা উৎঘাটনে আমরা চেষ্টা করে যাচ্ছি।

ফ্যাক্টরির মালিকপক্ষ জানিয়েছে, ২০০-৩০০ মানুষ অগ্নিকাণ্ডের সময় ভবনটির ভেতরে ছিলো।