চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ফিক্সিংকাণ্ডে এক বছর নিষিদ্ধ পাকিস্তানি জামসেদ

ফিক্সিংয়ের অভিযোগ প্রমাণিত হওয়ায় এক বছরের জন্য ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছেন পাকিস্তানি ওপেনার নাসির জামসেদ। সোমবার তার শাস্তির কথা জানায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। চলতি বছরের শুরুতে পাকিস্তান সুপার লিগের সময় (পিএসএল) ফিক্সিংয়ে জড়ান জামসেদ।

স্পট ফিক্সিং মামলায় ‘বাধা ও অসহযোগিতা’র জন্য জামসেদকে দোষী সাব্যস্ত করে সোমবার পিসিবির দুর্নীতিবিরোধী ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে এক বছরের নিষেধাজ্ঞার ঘোষণা দেয়।

সাবেক ওপেনারকে দুর্নীতিবিরোধী কোডের দুটি ধারা, ২.৪.৬ ও ২.৪.৭ লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত করা হয়। যার মধ্যে একটি মামলায় ‘বাধা এবং অসহযোগিতা’র অভিযোগ রয়েছে।

পিএসএলের ফিক্সিংয়ের মামলায় জামসেদের বিরুদ্ধে প্রধান পরিকল্পনাকারীর অভিযোগও আনতে যাচ্ছে পিসিবি। এ জন্য শীঘ্রই দুর্নীতি দমন ইউনিট গঠন করা হবে। কারণ পিসিবি মনে করে পিএসএলের ফিক্সিং কেলেংকারিতে প্রধান ভূমিকা পালন করেছেন এই জামসেদই।

ব্রিটিশ জাতীয় অপরাধ সংস্থা (এনসিএ) গত ফেব্রুয়ারিতে জামসেদকে গ্রেফতার করে এবং একই দিনে পিসিবি কর্তৃক তাকে দুর্নীতিবিরোধী কোড লঙ্ঘনের দায়ে অভিযুক্ত করা হয়। পরে অবশ্য তাকে জামিনে মুক্তি দেয়া হয়।

একই মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আরেক ওপেনার সারজিল খান ও খালিদ লতিফকে পাঁচ বছরে করে নিষিদ্ধ করে পিসিবি।

ফিক্সিং নিয়ে ঠিক সময়ে রিপোর্ট না করায় এই মামলায় পেসার মোহাম্মদ ইরফানকে এক বছর এবং স্পিনার মোহাম্মদ নওয়াজকে দুই মাসের জন্য নিষিদ্ধ করা হয়। ফিক্সিং মামলায় তদন্ত চলছে, করাচি কিংসের ব্যাটসম্যান শাহজীব হাসানের বিরুদ্ধেও।