চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ফায়ার সার্ভিসের সুপারিশ বাস্তবায়ন করা হবে

ফায়ার সার্ভিসের সুপারিশ বাস্তবায়ন করা হবে উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন: কেউ গাফিলতি করলে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন: ডিএনসিসি মার্কেটে বারবার অগ্নিকাণ্ডের ঘটনা ব্যবস্থাপনায় যথেষ্ট গাফিলতি আছে।

শনিবার গুলশান-১ নম্বর ডিএনসিসি কাঁচা বাজারের অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন: আগুনের ঝুঁকির কারণে এই মার্কেটের বিষয়ে ফায়ার সার্ভিস যে সুপারিশগুলো করেছিল তা বাস্তবায়ন করা হয়নি। সেই সমস্ত সুপারিশ এখন থেকে কেউ বাস্তবায়ন না করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

অগ্নিকাণ্ডের ঘটনা দুর্ভাগ্যজনক উল্লেখ করে স্থানীয় সরকার মন্ত্রী বলেন: আমরা এক সময় খুব গরিব ছিলাম। দেশটার অর্থনৈতিক অবস্থা অনেক খারাপ ছিল। অব্যবস্থাপনার মাধ্যমে বেশিরভাগ অবকাঠামো নির্মিত হয়েছে। দীর্ঘদিনের এসব অবকাঠামো সুশৃঙ্খল ব্যবস্থাপনায় নিয়ে আসার ব্যাপারে নমনীয়তা দেখানোর কোন সুযোগ নেই।

তিনি বলেন: এই মার্কেটে এর আগেও অগ্নিসংযোগ হয়েছে। এই মার্কেট সম্পর্কে দেশবাসী জানেন। এখানে মার্কেট হওয়ার জন্য যে সব ব্যবস্থাপনা থাকা দরকার তা নেই। এখানে যথেষ্ট গাফিলতি রয়েছে। এর আগে অগ্নিসংযোগের পর সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা দেয়া হয়েছিল, পরিকল্পনা দেয়া হয়েছিলো- এটাকে ভেঙে একটা নতুন মার্কেট তৈরি করার জন্য। কিন্তু বিভিন্ন আইনি জটিলতা সৃষ্টি করে এখন কাজটাকে অত্যন্ত মন্থর করে দেয়া হয়েছে। আমি আশা করি আজকে এই দুর্ঘটনার পরে স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে বোধোদয় না আসার কোন কারণ নেই।

ব্যবসায়ীরা বলছেন তারা নিঃস্ব হয়ে গেছেন, সরকারের পক্ষ থেকে কোনো সহযোগিতা দেয়ার চিন্তা-ভাবনা আছে কিনা? এমন প্রশ্নে তিনি বলেন: সরকারের পক্ষ থেকে সকল সহযোগিতা করা হবে। সরকারের নীতিমালা সাপেক্ষে আর্থিক সহায়তা দেয়া হবে।

মন্ত্রী বলেন: মার্কেটে অগ্নিনিবার্পনের কোনো ব্যবস্থা ছিল না, না থাকলে কেন ছিল না- এটা অস্থায়ী মার্কেট। এটাকে পূর্ণাঙ্গ মার্কেটে রূপান্তরের জন্য সিটি করপোরেশন দায়িত্ব পালনের আন্তরিকভাবে চেষ্টা করছে।