চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

ফাঁকা ঢাকা

রোববার একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের মাঠ সুষ্ঠু রাখতে সব ধরনের যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।

শনিবার মধ্যরাত রাত ১২টা থেকে রোববার মধ্যরাত রাত ১২টা পর্যন্ত জরুরি সেবা ছাড়া সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে।

ইসির জারি করা নির্দেশনায় অনুযায়ী, শনিবার মধ্যরাত (রাত ১২টা) থেকে ভোটের দিন মধ্যরাত (রাত ১২টা) পর্যন্ত অটোরিকশা,ইজিবাইক, ট্যাক্সি ক্যাব, মাইক্রোবাস, জিপ, পিক-আপ, কার, বাস, ট্রাক, টেম্পোসহ স্থানীয় যন্ত্রচালিত যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। একই নিষেধাজ্ঞা রয়েছে নৌযান চলাচলে।

আজ সকাল সাড়ে এগারোটায় মহাখালী রেলগেট এলাকা


বেলা ১১টা ৪৫ মিনিটে বিজয় সরণী

 

ফাঁকা ঢাকায় অলস সময় কাটছে ট্রাফিক-পুলিশ সদস্যদের

 

রাজু ভাস্কর্য । দুপুর তখন ১টা ১০।

আনুমানিক দুপুর দেড়টার দিকে দোয়েল চত্বর

দুপুর ২টা ১০ মিনিটে কাকরাইল মসজিদের সামনে টহলরত সেনাবাহিনী মালিবাগ-মৌচাক ফ্লাইওভারের নিচে বিকেল ৩টায় প্রায় যানবাহনশূন্য সড়ক