চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

ফলো অনে পড়ে আবার ব্যাটিংয়ে বাংলাদেশ

পঞ্চম দিনের শুরুতেই শেষ বাংলাদেশের ইনিংস। শেষ তিন উইকেট সাজঘরে দ্রুতই। ইবাদত হোসেনকে নিয়ে শেষ জুটিতে প্রতিরোধের আভাস দিয়ে সাজঘরে ফিরে যান সাকিব আল হাসানও। কাভারে তুলে দেন সহজ ক্যাচ। বাংলাদেশ গুটিয়ে যায় মাত্র ৮৭ রানে।

দেশের মাটিতে এটিই সর্বনিম্ন ইনিংস বাংলাদেশের। ৭৬ রানে ৭ উইকেট হারিয়ে ফলো অনের শঙ্কায় চতুর্থ দিন পার করেছিল স্বাগতিকরা। শেষদিনের সকালে মাত্র ১১ রান যোগ করে ৩০ মিনিটেই গুটিয়ে ইনিংস ব্যবধানে হার এড়াতে লড়ছে। ইনিংস ব্যবধানে হার এড়াতে দ্বিতীয় ইনিংসে করতে হবে ২১৪ রান।

সাকিব সর্বোচ্চ ৩৩ ও নাজমুল হোসেন শান্ত করেন ৩০ রান।

পাকিস্তান অফস্পিনার সাজিদ খান ৪২ রানে শিকার করেছেন ৮ উইকেট। নুমান আলি ও শাহিন শাহ আফ্রিদি নেন একটি করে উইকেট।

চতুর্থ দিনে ফাওয়াদ আলম ফিফটি ছোঁয়ার পরপরই ইনিংস ঘোষণা করে পাকিস্তান। ততক্ষণে সফরকারীরা ৪ উইকেট হারিয়ে তোলে ৩০০ রান। বৃষ্টির কারণে ছোট হয়ে এসেছে ম্যাচের দৈর্ঘ্য। তাই বেশি সময় ব্যাট করেনি পাকিস্তান। চতুর্থ দিনের লাঞ্চ বিরতির ঘণ্টাখানেক পরই প্রথম ইনিংস ঘোষণা করেন বাবর আজম।