চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

ফরহাদ মজহার অপহরণ দেশি-বিদেশি ষড়যন্ত্রের অংশ: ওবায়দুল কাদের

সরকারকে বিপদে ফেলতেই দেশি-বিদেশি চক্রান্তের অংশ হিসেবে কলামিস্ট, কবি ও লেখক ফরহাদ মজহার অপহরণ করা হয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার রাজধানীর বনানীস্থ সেতু ভবনে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণে বিনিয়োগকারী প্রতিষ্ঠান ইটালিয়ান-থাই ডেভেলপমেন্ট পাবলিক কোম্পানি লিমিটেড এবং সিনোহাইড্রো কর্পোরেশনের প্রেসিডেন্টের নেতৃত্বে প্রতিনিধি দলের সঙ্গে সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের এ কথা বলেন।

তিনি বলেন: একটি চক্র দেশকে এবং সরকারকে বিপদে ফেলতে চাইছে। এর অংশ হিসেবেই ফরহাদ মজহারকে অপহরণ করা হয়।

বুধবার অ্যামেনেষ্টি ইন্টারনেশনার তাদের এক বিবৃতিতে সরকার বিরোধী ২১ ব্যাক্তির গুমের তথ্য  প্রকাশ করে উদ্বেগ প্রকাশ করে।

এ বিষয়ে   সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হলে বলেন: আমাদের কাছে এমন কোন তথ্য নেই। যদি গুমের শিকার সকলের পরিচয় স্পেসেফিকভাবে জানাতে পারেন তাহলে হয়তো এ প্রশ্নের জবাব দিতে পারবো।

এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজের অগ্রগতি তুলে ধরে তিনি বলে: আমরা আশা করছি ২০১৮ সালের মধ্যে বনানী পর্যন্ত  এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রথম ধাপের কাজ শেষ হবে। অর্থসংস্থানের পুরো বিষয়টিও এসময় তুলে ধরেন মন্ত্রী।

২০১৫  সালে আগস্টে শুরু হওয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের এখন পর্যন্ত ৫৮৯টি পাইল, ৪৩টি পাইল ক্যাপ, কলাম ২টির কাজ সম্পূর্ণ ভাবে শেষ হয়েছে।